সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তির জন্য গর্বাচভ কতখানি দায়ী ছিলেন আলোচনা করো। / গর্বাচভ-এর রাষ্ট্রচিন্তা আলোচনা কর।

 সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তির জন্য গর্বাচভ কতখানি দায়ী ছিলেন আলোচনা করো। / গর্বাচভ-এর রাষ্ট্রচিন্তা আলোচনা কর।


ভূমিকা:

 বিশ্বে সমাজতান্ত্রিক আদর্শ প্রথম রাজনৈতিক রূপ প্রায় রাশিয়ায় ১৯১৭ খ্রিস্টাব্দে। লেনিনের নেতৃত্বে বলশেভিক দল সেখানে সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠা করে। গড়ে ওঠে সোভিয়েত ইউনিয়ন। দীর্ঘ ৭০ বছরের বেশি সময় এরই কর্তৃত্বে পূর্ব ইউরোপের নানা স্থানে সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা কায়েম থাকে। কিন্তু ১৯৯১ খ্রিস্টাব্দে মিখাইল গর্বাচভের শাসনকালে সোভিয়েত ইউনিয়ন অবলুপ্ত হয়।

সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তির জন্য গর্বাচভ কতখানি দায়ী ছিলেন আলোচনা করো। / গর্বাচভ-এর রাষ্ট্রচিন্তা আলোচনা কর।


সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তিতে গর্বাচভের দায়িত্ব :

 ঘটনা পরম্পরার বিশ্লেষণে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির জন্য গর্বাচভও দায়ী ছিলেন বলা চলে।


নব গর্বাচভের সংস্কার কর্মসূচি :

 সোভিয়েত ইউনিয়নের এই বিলুপ্তির নেপথ্যে নানা কারণ কাজ করেছে। সোভিয়েত রাষ্ট্রপ্রধান হওয়ার পর গর্বাচভ আগেকার অনুসৃত নীতির পরিবর্তন করতে সচেষ্ট হন। সামরিক ব্যয়ভার হ্রাসের পাশাপাশি তিনি গণতান্ত্রিক ও মানবিক ভিত্তির ওপর কমিউনিস্ট শাসনকে প্রতিষ্ঠিত করতে চাইলেন। সাম্যবাদী মতাদর্শের অনড় কখন থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে তিনি যুগোপযোগী সংস্কারের ওপর জোর দিলেন। কিন্তু গর্বাচভের উদারীকরণ কর্মসূচি পুরাতন সোভিয়েত রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণনা  হওয়ায় সোভিয়েতের পতন ত্বরান্বিত হয়।


নির্বাচভের নতুন নীতি—গ্লাসনস্ত ও পেরেস্ত্রোইকার দায়িত্ব : 

সোভিয়েত ইউনিয়নের পতনে অনুঘটক হিসেবে কাজ করেছিল গর্বাচভ প্রবর্তিত নতুন নীতি—গ্লাসনস্ত ও পেরেস্ত্রোইকা। তিনি সোভিয়েত কমিউনিস্ট দলের কেন্দ্রীয় কমিটির সভায় তার এই নতুন নীতি পেশ করে রুশ সমাজতন্ত্রকে এক মানবিক মুখের অধিকারী করে তুলতে চেয়েছিলেন। অর্থাৎ তিনি গ্লাসনস্ত (মুক্তচিন্তা) এবং পেরেজোইকা (পুনর্গঠন) এই দুই নীতির মাধ্যমে সোভিয়েত রাশিয়ায় একদলীয় কমিউনিস্ট শাসনের পরিবর্তে আইনের শাসন (Rule of Law) চালু করতে চেয়েছিলেন। গ্লাসনস্ত ও পেরেস্ত্রোইকার প্রবর্তন ঘটিয়ে গর্বাচত রুশবাসীকে এক উন্নততর সমাজতান্ত্রিক ব্যবস্থা উপহার দেওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু স্বপ্ন ও বাস্তবের মধ্যে বিস্তর ফারাক থেকে যাওয়ায় সোভিয়েত জনগণ আশাভঙ্গ হন, যার পরিণামে সোভিয়েত পতন ত্বরান্বিত হয়।

গোষ্ঠীদ্বন্দ্ব দমনে ব্যর্থতা: 

গর্বাচভ রাষ্ট্রযন্ত্রের ওপর পার্টির নিরঙ্কুশ নিয়ন্ত্রণকে আলগা করে দিলে সমগ্র সোভিয়েত ইউনিয়ন জুড়ে পরিবর্তনের ঝড় বইতে শুরু করে। পরিণতি হিসেবে ১৯৮৮ থেকে সোভিয়েত রাজনীতি দুটি পরস্পরবিরোধী মেরুতে বিভক্ত হয়ে পড়ে। ১৯৮৯ খ্রিস্টাব্দে মার্চের নির্বাচনে প্রভাবশালী বেশ কিছু... কমিউনিস্ট নেতা ধরাশায়ী হন। সোভিয়েত সাম্যবাদী দলে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পার্টি থেকে বিতাড়িত হয়ে বরিস..... ইয়েলৎসিন গঠন করেন গণতান্ত্রিক মন্থ। অপরদিকে সংস্কার বিমুখ দুই নেতা ইগর লিগাচেভ ও ভি. আই. ভোরোতনিকভ গড়ে তোলেন রক্ষণশীল গোষ্ঠী। দু-গোষ্ঠীর মধ্যবর্তী স্থানে অসহায় গর্বাচভ কোনোরকম সদর্থক ভূমিকা নিতে ব্যর্থ হন। ফলে, সোভিয়েত ইউনিয়নে পার্টি ও রাষ্ট্রের সংহতি এক চরম সংকটের মুখে এসে দাঁড়ায়।

বিদেশনীতির ব্যর্থতা : 

সোভিয়েত রাষ্ট্রপ্রধানরূপে গর্বাচভ গৃহীত বিদেশনীতি সোভিয়েত ভাঙনকে ত্বরান্বিত করে। গর্বাচভ পূর্ব ইউরোপের দেশগুলি থেকে পাঁচ লক্ষ সোভিয়েত সেনা সরিয়ে নেন। এর ফলে ওইসব দেশে কমিউনিস্ট বিরোধী বিদ্রোহ আরও তীব্র রূপ নেয়। দুই জার্মানি ঐক্যবদ্ধ হতে চাইলে তিনি তাতে কোনো বাধা দেননি। ও তিনি জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সন্ধি এবং মধ্যপ্রাচ্যে শান্তিপ্রতিষ্ঠার উদ্যোগ নেন। বিদেশনীতির এই ব্যর্থতা সোভিয়েতের পতনের পথ প্রস্তুত করে।


 অর্ন্তদ্বন্দ্বের অবসানে ব্যর্থতা :

 সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের বিভিন্ন কমিউনিস্ট রাষ্ট্রের স্বাতন্ত্র্য ও আদর্শগত স্বাধীনতা স্বীকার করে নেয়। এদিকে কমিউনিস্ট নিয়ন্ত্রণবাদ-বিরোধী মতবাদে বিশ্বাসী বরিস ইয়েলৎসিন রাশিয়ার সার্বিক বিকাশের জন্য পশ্চিমি উদারনীতি ও বাজার অর্থনীতির প্রয়োজনীয়তার কথা ঘোষণা করলে অন্যান্য সোভিয়েত অঙ্গরাষ্ট্রগুলির স্বাতন্ত্র্যবাদী ও উগ্রজাতীয়তাবাদী গোষ্ঠীগুলি উৎসাহিত হয় এ ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে। এই পরিস্থিতিতে জর্জিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া প্রভৃতি অঙ্গরাজ্য স্বাধীনতা ঘোষণা করে এবং সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হতে সচেষ্ট হয়। এতে সোভিয়েত রাষ্ট্রীয় কাঠামোর ভাঙন ত্বরান্বিত হয়।

কট্টরপন্থীদের দমনে ব্যর্থতা : 

সোভিয়েত ইউনিয়নে রাজনৈতিকপালাবদলের পট অতি দ্রুত পরিবর্তিত হতে থাকে। গর্বাচভকে বন্দি করেকট্টরপন্থীরা সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা দখল করে। কিন্তু তিন দিনের মধ্যেই অভ্যুত্থান ব্যর্থ হয়।ইয়েলৎসিনের নেতৃত্বে দুর্জয় গণপ্রতিরোধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সেনাবাহিনীও সাহস পায়নি। গর্বাচভ ক্ষমতা ফিরে পান। তবে কট্টরপন্থীদের এইভাবে কোণঠাসা করে দিয়ে ইয়েলৎসিন সোভিয়েত ইউনিয়নের ভাষা নিয়ন্ত্রক হয়ে ওঠেন।

গণভোটের সিদ্ধান্ত : 

সোভিয়েত ইউনিয়নের ভবিষ্যৎ নির্ধারণের জন্য সোভিয়েত অঙ্গরাজ্যগুলিতেগণভোটের আয়োজন করা হয় (১৯৯১ খ্রি., ১৭ মার্চ)। এই গণভোটে অংশ নেয় ৯টি অঙ্গরাজ্য, ৩টি অঙ্গরাজ্য গণভোটে অংশ নেয়নি। এই নির্বাচন সোভিয়েত ইউনিয়নের পতনকে আরও ত্বরান্বিত করে। অঙ্গরাজ্য রাশিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট ইয়েলৎসিন রাশিয়াতে কমিউনিস্ট দলের সকল শাখা-সংগঠনগুলি বন্ধ করে দেন। রাশিয়ার নৈরাজ্যময় পরিস্থিতির মধ্যে ইয়েলৎসিনই হয়ে ওঠেন সোভিয়েতের একমাত্র ভাগ্যনিয়ন্তা। অবশেষে গর্বাচভ সোভিয়েত সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলে সোভিয়েত ইউনিয়নের কাঠামো ভেঙে দেওয়া হয়। ১২টি সোভিয়েত অঙ্গরাজ্য মিলে গঠিত হয় স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথ বা সি. আই. এস.।

পর্বাচন্ডের দায়িত্ব প্রসঙ্গে বিতর্ক : 

সোভিয়েত ইউনিয়নের পতনের জন্য গর্বাচভ কতখানি দায়ী সে বিষয়ে বিতর্কের শেষ নেই। কট্টরপন্থীরা এর জন্য গর্বাচভকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ভারতের কমিউনিস্ট পার্টি (জন)-র পলিটব্যুরোর সদস্য ও বর্তমান সম্পাদক প্রকাশ কারাতের মতে গর্বাচভ ১৯৮৭ খ্রিস্টাব্দের নভেম্বর থেকে পার্টির চরিত্রা ও সংগঠনে যে শিথিলতা আনেন প্রতিবিপ্লবী ইয়েলৎসিন তাতে আঘাত হানলে সোভিয়েত কমিউনিস্ট পার্টির পক্ষে তার মোকাবিলা করা সম্ভব হয়নি। কিন্তু এই জাতীয় বক্তব্যে গর্বাচভের কার্যাবলির প্রকৃত মূল্যায়নে কিছু সামতি থেকে যায়। কারণ একলাই ঠিক যে, গর্বাচভ কোনোদিনই রুশ সমাজতন্ত্রকে ধ্বংস করতে চাননি। তিনি বরং সোভিয়েত প্রশাসনকে কেন্দ্রীকরণের পরিবর্তে গণতান্ত্রিক রূপ দিতে চেয়েছিলেন।

মূল্যায়ন:

 গর্বাচভের নতুন নীতি ও উদারবাদী রাজনৈতিক ভাবনা একদিকে যেমন সোভিয়েতের অভ্যন্তরীণ ক্ষেত্রে সংকট ঘনীভূত করেছিল, অপরদিকে তেমন পূর্ব ও মধ্য ইউরোপের কমিউনিস্ট দেশগুলিতে রুশ কর্তৃত্বের রাশ আলগা করে দিয়েছিল। এই দুই ঘটনারই মিলিত প্রতিক্রিয়া ছিল সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তি। গর্বাচভ বুঝতেও পারেননি যে তিনি নিজের অজান্তেই সোভিয়েত ইউনিয়নের পতন ডেকে আনছেন। এ প্রসঙ্গে সোভিয়েত গোয়েন্দা (KGB)-র অন্যতম ডিরেক্টর লিওনের শেবারসিন বলেন—আমি বিশ্বাস করি না যে, গর্বাচত অনুভব করেছিলেন। তাঁর প্রতি সংস্কারগুলি সামাবাদের ধ্বংস ঘটাতে উদ্যত।






Post a Comment

0 Comments